ইচআইও-তে ইউক্রেনের সহায়তায় ‘চ্যারিটি গেম বান্ডল’

১০ মার্চ, ২০২২ ০৮:৪৩  
যুদ্ধ কবলিত ইউক্রেনকে ত্রাণ সহযোগিতা দিতে সংঘবদ্ধ হয়ে ‘ইচ ডটআইও (itch.io)’-তে ৯০০টি গেম নিয়ে একটি ‘চ্যারিটি গেম বান্ডল’ ছেড়েছে সাতশ ইন্ডি গেম নির্মাতা। বান্ডলটি শুধু গেমেই সীমাবদ্ধ নেই; এতে আরও আছে বই, কমিক, গান, টেবলটপ আরপিজিসহ আরো অনেক কিছুই। এদিকে গেমের বান্ডল তৈরির প্রথম ১৬ ঘণ্টাতেই আয় হয়েছে ১০ লাখ ডলার। আর এই আয়ের পুরোটাই যাচ্ছে ইউক্রেইনে ত্রাণ সরবরাহকারী দাতব্য প্রতিষ্ঠানগুলোর কাছে। চ্যারিটি গেম বান্ডলের বর্ণনায় দেয়া উদ্দেশ্যে নির্মাতারা লিখেছেন, “গেম নির্মাতা হিসেবে আমরা নতুন নতুন পৃথিবী তৈরি করতে চাই, কিন্তু আমাদেরটা ধ্বংস করে নয়। ইউক্রেনিয়ানদের এ দুঃসময়ে টিকে থাকতে এবং যুদ্ধ শেষে ভালোভাবে বাঁচতে সাহায্য করতে আমরা চ্যারিটি বান্ডলটি নিয়ে জোট বেঁধেছি।” জোটে অংশগ্রহণকারী ভিডিও গেম প্রকাশক ‘র ফিউরি’ নিজস্ব গেম লাইব্রেরির একটা বড় অংশ ‘বান্ডল ফর ইউক্রেইন’র জন্য উন্মুক্ত করে দিতেই ‘ইচ ডটআই’তে সাইন আপ করেছে বলে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জকে জানিয়েছেন ‘নেক্রোসফট গেমস’-এর প্রতিষ্ঠাতা ব্র্যান্ডন শেফিল্ড। সর্বনিম্ন ১০ ডলারের অনুদান দিয়েই গেমাররা ‘স্কেটবার্ড’, ‘সুপারহট’সহ বিপুল সংখ্যক ইন্ডি গেম খেলার সুযোগ পাবেন বলে জানিয়েছে ভার্জ। ‘বান্ডল ফর ইউক্রেইন’ বর্তমানে দুটি দাতব্য সংস্থাকে সহায়তা দিচ্ছে। এর মধ্যে প্রথমটি ‘ইন্টারন্যাশনাল মেডিকেল কর্পোরেশন’। আর দ্বিতীয়টি হচ্ছে ইউক্রেইনভিত্তিক ‘ভয়েসেস অব চিলড্রেন’; যুদ্ধের সহিংসতায় মানসিকভাবে বিপর্যস্ত শিশুদের নিয়ে কাজ করে এই সংস্থাটি।